Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঘূর্ণিঝড় ‘রেমাল’ ও সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ (হালনাগাদ)
বিস্তারিত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ ও সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ (হালনাগাদ)

 

প্রকাশের তারিখ: ২৩/০৫/২০২৪

হালনাগাদের তারিখ: ২৫/০৫/২০২৪ (সন্ধ্যা ৭টা)

২য় হালনাগাদের তারিখ: ২৫/০৫/২০২৪ (রাত ১০টা)

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য মতে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরদিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সকল বিভাগে দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এমতাবস্থায়, ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে দন্ডায়মান ফসলকে রক্ষার জন্য নিম্নলিখিত কৃষি আবহাওয়া বিষয়ক পরামর্শসমূহ প্রদান করা হলো:

 

১। বোরো ধান ৮০% পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখুন।

২। সংগ্রহ করা ফসল পরিবহন করা না গেলে মাঠে গাদা করে পলিথিন শীট দিয়ে ঢেকে রাখুন যেন ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতি না হয়।  

৩। দ্রুত পরিপক্ক সবজি ও ফল বিশেষ করে আম ও লিচু সংগ্রহ করে ফেলুন ।

৪। সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকুন

৫।  দণ্ডায়মান ফসলকে পানির স্রোত থেকে রক্ষার জন্য জমির আইল উঁচু করে দিন।

৬। নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন জমিতে পানি জমে না থাকতে পারে।

৭। খামারজাত সকল পণ্য নিরাপদ স্থানে রাখুন

৮। আখের ঝাড় বেঁধে দিন, কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

৯। পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দিন যেন ভারী বৃষ্টিপাতের পানিতে মাছ ভেসে না যায়।

১০। গবাদি পশু ও হাঁসমুরগী শুকনো ও নিরাপদ জায়গায় রাখুন।


Regards,

Dr. Md. Shah Kamal Khan
Project Director
Agro-Meteorological Information Systems Development Project
Component-C of Bangladesh Weather and Climate Services Regional Project,

Department of Agricultural Extension (DAE)

Khamarbari, Farmgate, Dhaka
Cell no. +8801712184274

Telephone: +88-02-55028422
Website: www.bamis.gov.bd

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/05/2024
আর্কাইভ তারিখ
30/05/2024